মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠান

কৃষিভিত্তিক রাবার শিল্পের উন্নয়নে করনীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ রাবার গার্ডেন ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে কৃষিভিত্তিক রাবার শিল্পের উন্নয়নে করনীয় বিষয়ে মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠান শনিবার (০৬ জুলাই) সকাল ১১ টায় চকরিয়া ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লামা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল।

অধ্যক্ষ মুকতাদের আজাদ খান ও মোঃ সাইদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ রাবার গার্ডেন ওনার্স এসোসিয়েশনের মহাসচিব মইনুল ইসলাম। এতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা মোঃ ইসহাক চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লামা উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান প্রদীপ কান্তি দাশ, সরই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইদ্রিস, বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলম, বাংলাদেশ রাবার গার্ডেন ওনার্স এসোসিয়েশনের উপদেষ্টা অধ্যাপক কাজী শাহাদাৎ হোসেন, বীর মুক্তিযোদ্ধা ছলিমুল হক চৌধুরী, এ আর খান, আ ত ম জাফরুল আলম, কুতুব উদ্দিন চৌধুরী ও ফজলুল কাদের, এসোসিয়েশনের সাবেক মহাসচিব কাউছার জামাল, বর্তমান সিনিয়র সহ-সভাপতি আবদুর রশিদ ভুলু, সহ-সভাপতি সাইফ উল্যাহ মনসুর ও মোমিনুল হক চৌধুরী, গবেষনা সম্পাদক অধ্যক্ষ ড. মুহাম্মদ সানাউল্লাহ, দপ্তর সম্পাদক গোলাম রহমান, আরিফ এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মোহাঃ আলা উদ্দিন, গাজী রাবার প্রসেসিং প্ল্যান্টের সহকারী মহাব্যবস্থাপক (উৎপাদন) মোঃ আবু বকর সিদ্দিক, কাশফিয়া ট্রেডার্সের ব্যবস্থাপনা পরিচালক রানা আহমেদ কাদির, অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক নাজমুল হক চৌধুরী ও সদস্য সচিব এমডি আবু ছাদেক, ডা. নিত্য দাশ, অ্যাডভোকেট এস এম নুরুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান মোঃ কুতুব উদ্দিন, ইউপি সদস্য মোঃ মামুন প্রমুখ।

মতবিনিময় অনুষ্ঠানে বক্তারা উচ্চ ফলনশীল ক্লোন আমদানি, রাবারকে কৃষি পন্য হিসেবে ঘোষনা, বিনা ফি-তে রাবার প্লট নবায়ন, কৃষিভিত্তিক রাবার শিল্পের উপর ১৫% ভ্যাট প্রত্যাহার ও রাবার আমদানির উপর ৫০% ট্যাক্স আরোপ করা, অন্যান্য দেশের মত রাবার শিল্পে ভর্তুকি প্রদান, রাবার শিল্পে লোন ও বীমা সুবিধা প্রদান, আইন শৃঙ্খলা, যোগাযোগ ও বিদ্যুৎ বব্যবস্থার উন্নয়ন, রিফিউজি হোল্ডের নামে রাবার বাগান দখল বন্ধ করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
বক্তারা বৈদেশিক মুদ্রা সাশ্রয়ী, শ্রমঘন, বিকল্প বনায়ন সৃষ্টিকারী ও পরিবেশ বান্ধব সমন্বিত রাবার চাষকে দেশের অর্থনীতির উন্নয়ন ও অনগ্রসর পার্বত্য অঞ্চলের পাহাড়ি বাঙালির জীবন মানের উন্নয়নে সরকারের আর্থিক ও কারিগরি সহযোগিতা বৃদ্ধির দাবি জানান।