বার্ষিক সাধারণ সভা-২০২৪

অনতিবিলম্বে রাবার প্লট নবায়নের দাবি
বাংলাদেশ রাবার গার্ডেন ওনার্স এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় দাবি
বাংলাদেশ রাবার গার্ডেন ওনার্স এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী ভিআইপি টাওয়ার স্যাম’স রেষ্টুরেন্টে সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন এসোসিয়েশনের সাধারণ সদস্য এম. আজিজুল হক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট ৩১৫, বি-৪, বাংলাদেশের ডিস্ট্রিক্ট গভর্ণর লায়ন কোহিনুর কামাল এমজেএফ। সভায় বার্ষিক প্রতিবেদন পেশ করেন এসোসিয়েশনের মহাসচিব মইনুল ইসলাম।
এসোসিয়েশনের সাধারণ সদস্য অধ্যক্ষ মুকতাদের আজাদ খান এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসোসিয়েশনের উপদেষ্টা অধ্যাপক কাজী শাহাদাৎ হোছাইন, বীর মুক্তিযোদ্ধা ছলিমুল হক চৌধুরী, আজিজুর রহমান খান, আ.ত.ম জাফরুল আলম ও মোহাম্মদ ফজলুল কাদের। বক্তব্য রাখেন এসোসিয়েশনের গবেষনা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ সানাউল্যাহ, সাবেক সভাপতি মুহাম্মদ হারুন, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রশিদ ভুলু ও সহ-সভাপতি আলাউদ্দিন, লামা রাবার ইন্ডাস্ট্রিজ পিএলসি’র এমডি মোঃ জহিরুল ইসলাম, সহ-সভাপতি মোমিনুল হক চৌধুরী, সাবেক সহ-সভাপতি নুরুল আফসার, লামার বাগান মালিক এম.আব্দুর রহিম, নাইক্ষ্যংছড়ির বাগান মালিক মুহাম্মদ রফিক, কক্সবাজারের বাগান মালিক অ্যাডভোকেট নুরুল ইসলাম, ঈদগাঁ'র বাগান মালিক অহিদুল আলম, বাগান মালিক জাহানারা আরজু ও মোশকুরা জামান বেলী, নিরিবিলি রাবার প্লটের প্রতিনিধি সুজন বড়ুয়া প্রমুখ।
সভায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের পর আমন্ত্রিত অতিথি ও সদস্যদের ফুল দিয়ে বরণ সানজিদা আহমদ শোভা। বার্ষিক অডিট রির্পোট পেশ করেন এসোসিয়েশনের অর্থ সম্পাদক অধ্যাপক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরিফ হাসনাইন। প্রধান অতিথিকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন এসোসিয়েশনের মহাসচিব মইনুল ইসলাম। প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন এসোসিয়েশনের দপ্তর সম্পাদক গোলাম রহমান।
সভায় বক্তারা রাবার প্লট নবায়ন, রাবারকে কৃষিপণ হিসেবে ঘোষণা করে কাযকর করা, ভ্যাট-ট্যাক্স প্রত্যাহার, আমদানির উপর ৫০% শুল্ক আরোপ, বাংলাদেশ রাবার বোর্ডে কমপক্ষে সাতজন বাগান মালিককে সদস্য হিসেবে অন্তর্ভুক্তি করার জোর দাবি জানান। সভায় প্রত্যেক সদস্যকে একটি এক্সক্লুসিভ ফাইলে মেম্বারশীপ কার্ড, একটি কলম, একটি প্যাড, নোটিশ ও অডিট রিপোর্ট প্রদান করা হয়। সবশেষে দুপুরের লাঞ্চের মধ্য দিয়ে বাংলাদেশ রাবার গার্ডেন ওনার্স এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘটে।