লীজকৃত রাবার বাগান নবায়ন সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

অদ্য ২৭/০৯/২০২৫, শনিবার, বিকাল ৩.৩০ টায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় অন্তর্গত হোটেল ফোর সিজনে লীজকৃত রাবার বাগান নবায়ন সংক্রান্ত বিষয়ে এসোসিয়েশনের সভাপতি জনাব মোহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং মহাসচিব জনাব মইনুল ইসলামের সঞ্চালনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় যারা উপস্থিত ছিলেন সর্বজনাব- উপদেষ্টা অধ্যাপক কাজী শাহাদাৎ হোসাইন ও বীর মুক্তিযোদ্ধা ছলিমুল হক চৌধুরী, সিনি. সহ সভাপতি আব্দুর রশিদ ভুলু, সহ সভাপতি মো: আলাউদ্দিন ও মোমিনুল হক চৌধুরী, অর্থ সম্পাদক ইঞ্জি. আরিফ হাসনাইন, সাংগঠনিক সম্পাদক জাকের হোসেন মজুমদার, নাজমুল হক চৌধুরী ও এমডি আবু ছাদেক, দপ্তর সম্পাদক গোলাম রহমান, প্রচার ও জনসংযোগ সম্পাদক আহম্মদ নূর ফাহাদ, বিপনন সম্পাদক মুহাম্মদ মামুনুর রশিদ, কার্যকরী সদস্য নুরুল আবছার মিয়া। এছাড়াও সম্মানিত আজীবন এবং সাধারণ সদস্যবৃন্দ থেকে যারা উপস্থিত ছিলেন সর্বজনাব- হারুন উর রশীদ (আজীবন সদস্য) দীল মোহাম্মদ চৌধুরী (আজীবন সদস্য), সাইফুল ইসলাম সুমন (আজীবন সদস্য), জাহানারা আরজু, মোষকুরা জামাল বেলী, মোতাহের বিল্লা চৌধুরী, মিস মোতাহের বিল্লা চৌধুরী, নাজিম উদ্দিন, সারওয়ার আলম মোর্শেদ, ফসিউল আলম, আলহাজ্ব নূর বক্স, নেজাম উদ্দিন, হাছিব হোসাইন, মুহাম্মদ রফিক, মোহাম্মদ আলম চেয়ারম্যান, পিএইচপি ফ্যামিলির প্রতিনিধি, বিভিন্ন বাগান মালিকের প্রতিনিধিসহ প্রমুখ।