এসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্ত্বে এবং মহাসচিব জনাব মইনুল ইসলাম ও অর্থ সম্পাদক জনাব ইঞ্জিনিয়ার আরিফ হাসনাইন এর যৌথ সঞ্চালনায় রাবার চাষকে কৃষিপণ্য হিসেবে ঘোষনা করা, উচ্চ ফলনশীল ক্লোন আমদানি করা, রাবারের উপর ভ্যাট ও টেক্স কমানো, জলবায়ু ফান্ড থেকে লোন/অনুদানের ব্যবস্থা গ্রহণ, লীজ চুক্তি নবায়ন ইত্যাদি বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মাননীয় এমপি জনাব এম এ মোতালেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ রাবার বোর্ডের চেয়ারম্যান জনাব সৈয়দা সারওয়ার জাহান, পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান জনাব সূফী মুহাম্মদ মিজানুর রহমান, পিএইচপি ফ্যামিলির ব্যবস্থাপনা পরিচালক- জনাব মুহাম্মদ আলী হোসেন চৌধুরী।